গাইবান্ধায় সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ, আছেন শিক্ষার্থীরাও!

প্রায় এক সপ্তাহ পর যান চলাচল নিয়ন্ত্রণের জন্য গাইবান্ধার সড়কে ট্রাফিক পুলিশ সদস্যরা ফিরেছেন।
পুলিশে সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সব কর্মসূচি
প্রত্যাহার করার পর আজ (সোমবার, ১২ আগস্ট) সকালে ট্রাফিক পুলিশ সদস্যরা যোগ দেন।
গত কয়েকদিন বাঁশি-লাঠি হাতে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সামলাচ্ছিলেন শিক্ষার্থীরা। এদিনও ট্রাফিক পুলিশের সঙ্গে তারাও কাজ করছেন।
সকাল থেকে গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করে ট্রাফিক পুলিশ। পুরাতন ব্রীজ, পুরাতন জেলখানা মোড়, পার্কমোড়, ট্রাফিক মোড়, ডাক বাংলো মোড় ও ডিসি অফিস এলাকা ঘুরে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এসব জায়গায় ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থী ও আনসার সদস্যরা সকাল থেকে কাজ করছেন।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাট হয়। অনেক হতাহতের মধ্যে আতঙ্কে বেশিরভাগ থানা পুলিশশূণ্য হয়ে পড়ে। রাস্তাঘাট থেকেও উধাও হয়ে যান ট্রাফিক পুলিশ সদস্যরা। এরপর পুলিশে সংস্কারসহ বেশকিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।
শেয়ার করুন:

Recommended For You