মাস্কাট বিমানবন্দরে যাত্রীদের জন্য নতুন সিদ্ধান্ত

মাস্কাট বিমানবন্দরে যাত্রীদের জন্য নতুন সিদ্ধান্ত

মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৪ আগস্ট থেকে প্যাসেঞ্জার বোর্ডিং সিস্টেমের কার্যক্রম ফ্লাইট ছাড়ার ৪০ মিনিট আগে থেকে শুরু হবে। যা আগে ২০ মিনিট আগে থেকে শুরু হতো। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে তারা। নতুন এই টাইমিংয়ের কারণে যাত্রীদের ভোগান্তি কয়েকগুণ কমবে।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

এজন্য যাত্রীদের আগের চেয়ে বেশি সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। ঠিক সময়ে প্রি-বোর্ডিং কার্যক্রম সম্পন্ন করা এবং যাত্রীদের ফ্লাইট মিসিংয়ের বিষয়টি বিবেচনায় রেখে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শেয়ার করুন:

Recommended For You