দায়িত্ব অবহেলার অভিযোগ ইবির প্রো-ভিসি বিরুদ্ধে

দায়িত্ব অবহেলার অভিযোগ ইবির প্রো-ভিসি বিরুদ্ধে

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষাছুটি বিষয়ক নীতিমালা সিন্ডিকেটে প্রায় বছরখানেক আগে অনুমোদন হলেও প্রজ্ঞাপন জারিতে দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের বিরুদ্ধে।

দীর্ঘসময় পেড়িয়ে গেলেও নীতিমালা প্রণয়ন করতে না পারায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, এবছরের ২৯ জানুয়ারি ইবির ১২৭তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা ছুটি প্রণয়ন করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমানকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। এসময় নীতিমালার কপিতে কিছু ভাষাগত সমস্যার জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে দ্রুত সময়ের মধ্যে কাজ করার জন্য বলা হলেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

এনিয়ে বিপাকে পড়ছে চিকিৎসা নিতে যাওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ দেশের বাইরে অবস্থানরত শিক্ষকদেরও। দ্রুত শিক্ষাছুটির নীতিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারির দাবি শিক্ষক মহলের। কমিটির সদস্য সচিব আলী বদ্দীন খান বলেন, নীতিমালায় বেশ কিছু ভাষাগত ভুল আছে। ফলে কাজটু বিলম্ব হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন করে ফেলব।

এবিষয়ে কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, সদস্য সচিবকে কাজটি করার কথা। আমার কাছে আসলে আমি স্বাক্ষর করে দেবো। তবে বেশ কয়েকটি বড় ছুটির কারণে বিষয়টি আমারও খেয়াল ছিল না। তবে এখন যারা ছুটি নেবেন তারা এটির আলোকেই পাবেন বলে জানান তিনি।

Recommended For You