শিল্পীরা প্রতিনিয়ত কত গানই তো তৈরি করেন। তবে কিছু গান তৈরি হয় সময়ের চাহিদা মেনে। সময় ও পরিস্থিতিকে সেখানে তুলে ধরা হয় শৈল্পিক কায়দায়। দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতেও প্রকাশিত হয়েছে তেমনই কিছু গান।
কথা ক
বাংলা হিপহপ গানে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন মুহাম্মদ সেজান। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করেন এই শিল্পী। ১৬ জুলাই তিনি উন্মুক্ত করেন নতুন গান ‘কথা ক’। রুদ্ধ অন্তর্জালের এই সময়েও তাঁর গানটি পেয়েছে অভূতপূর্ব সাড়া।
শুধু সেজানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেই গানটির ভিউ ছাড়িয়েছে ৮৫ লাখ। এছাড়া আরো বহু পেজে গানটি শেয়ার হয়েছে। সেজানের কথা, সুর ও সংগীতে গানটির মিক্স-মাস্টার করেছে স্নেয়ারবিট। প্রতিবেদনের সময় ইউটিউবের মিউজিক ট্রেন্ডিংয়ে (বাংলাদেশ) দ্বিতীয় স্থানে রয়েছে গানটি।
ছাত্র, বায়ান্ন ও দেশ সংস্কার
চলমান পরিস্থিতি নিয়ে আরো কিছু গান এসেছে প্রকাশ্যে। এর মধ্যে রয়েছে র্যাপার তানজের ‘ছাত্র’, র্যাপার হান্নানের ‘আওয়াজ উডা বাংলাদেশ’, কোল্ডক্রাফট ও বিহানের ‘বায়ান্ন’, গোল্ড কিউব ও স্ক্যারি ক্রাউ-এর ‘দেশ সংস্কার’ ইত্যাদি। সব গান নিয়েই সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে। অনেকে বলছেন, এই পরিস্থিতিতে যেন দেশের হিপহপ গানের নতুন জাগরণ তৈরি হয়েছে।
ভয় বাংলায়
প্রেম-ভালোবাসা তো আছেই, দেশ-মানুষ ও রাজনীতি সবই উঠে আসে ফারজানা ওয়াহিদ সায়ানের গানে। কোনো পরিস্থিতি যখনই তাঁকে নাড়া দেয়, মনে জমা হয় অব্যক্ত কথা—শব্দ-সুরে তা গানে বেঁধে ফেলেন তিনি। শুক্রবার (২৬ জুলাই) প্রকাশিত করেছেন তেমনই একটি গান—‘ভয় বাংলায়’। যেখানে তিনি সাধারণ মানুষের উদ্দেশে বয়ান করেছেন রাজনৈতিক সংকট প্রসঙ্গ।
আরও ৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৩২৪ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
সায়ানের কাছ থেকে জানা গেল গানটির প্রেক্ষাপট। ২০১৯ সালে নিহত বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের স্মৃতিতে গানটি বেঁধেছিলেন তিনি। তবে চলমান সময়ের সঙ্গেও এই গানের সামঞ্জস্য রয়েছে বিধায় পুনরায় এটি প্রকাশিত করেছেন শিল্পী। এক দিনেই তাঁর ফেসবুক পেজে গানটির ভিউ ছাড়িয়েছে দুই লাখ।
ও প্রধান
ব্যান্ড ‘শহরতলী’র ভোকাল জিল্লুর রহমান সোহাগ। নিজেও লেখেন, সুর করেন। চলমান এই পরিস্থিতি নিয়ে তিনিও বেঁধেছেন গান—‘ও প্রধান’। বৃহস্পতিবার (২৫ জুলাই) গানটি প্রকাশ করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। তাঁর গানটির ভিউ প্রায় ৪০ হাজার। পাশাপাশি মিলছে সাধারণের প্রশংসাও। গানটি নিয়ে জানতে চাইলে সোহাগ বলেন, ‘এটা খুব সোজাসাপ্টা কথার গান। আমি কী বলতে চাই, তা গানের কথাতেই স্পষ্ট। একজন সংবেদনশীল মানুষ হিসেবে আমি সময় ও পরিস্থিতি নিয়ে গানটি করেছি।’
চলো ভুলে যাই
তরুণ কণ্ঠশিল্পী পারসা মেহজাবিন পূর্ণি। শনিবার (২৭ জুলাই) সোশ্যাল হ্যান্ডেলে তিনি প্রকাশ করেছেন নতুন গান ‘চলো ভুলে যাই’। গানের কথার শুরুটা এমন, ‘ভুলে যাই আমি ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি/কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি।’ খুব বাদ্যযন্ত্রের আস্ফাালন নেই, শুধু উকুলেলে বাজিয়ে গেয়েছেন পারসা। প্রকাশের পর এক দিনেই এর ভিউ প্রায় দশ লাখ! গানটি নিয়ে পারসা বলেন, ‘গানটা লিখতে দশ মিনিট সময়ও লাগেনি! কতটা কষ্ট নিয়ে গানটা লিখেছি, আমিই জানি। আমি সব সময় সত্যের পক্ষে, মঙ্গলের পক্ষে। আমার বাংলা মা আবার সুস্থ হয়ে ফিরুক। যে দেশের মাটিতে বসে আমি শব্দচয়ন শিখেছি, গাইতে ও এভাবে লিখতে শিখেছি, সে দেশ ভালো থাকুক। আর কোনো মায়ের বুক খালি না হোক।’ আগ্রহীরা যেন কাভার করতে পারে, তাই গানটিতে কোনো কপিরাইট রাখেননি বলেও জানান পারসা।