জাবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি ও টিয়ালশেল নিক্ষেপ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ শুরু করেছে পুলিশ। শোনা যাচ্ছে মুহুর মুহু গুলির শব্দ।
বুধবার (১৭ জুলাই) দুপুর থেকেই মুখোমুখি অবস্থানে ছিল পুলিশ-শিক্ষার্থীরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ টিয়ারসেল নিক্ষেপ শুরু করে পুলিশ।
এর আগে দুপুরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। জরুরী সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান নিলে রেজিস্ট্রার ভবনে ভাঙচুর করেন শিক্ষার্থীরা।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে অনুসরণ করুন https://worldglobal24.com/latest/
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীরা। তার পাশেই সাজোয়া যানসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
বিকেলে হঠাৎ করেই আন্দোলনকারীদের ওপর শুরু হয় পুলিশের এ্যাকশন। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শেয়ার করুন:

Recommended For You