চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে ইতোমধ্যেই বেশ কিছু সেলিব্রেটিকে মুখ খুলতে দেখা গেছে। সকলেই চায় আন্দোলনকে কেন্দ্র করে ঘটিত সহিংসতা যেন থেমে যায়। সবাই চায় বিষয়টি যেন দ্রুত সমাধান হয়। এরই পরিপ্রেক্ষিতে সংহতি প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী রাজ রিপা।
মঙ্গলবার (১৬ জুলাই) আলোচিত ঢালিউড অভিনেত্রী তার ফেসবুক একাউন্টে পোস্ট দিয়ে আন্দোলনে নামার ঘোষণা দেন।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে অনুসরণ করুন https://worldglobal24.com/latest/
ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, ”আমাদের ভাই-বোনদের শরীর থেকে যদি আর এক ফোঁটা রক্ত ঝরে তাহলে এই আন্দোলনে আমরা নিজেরাই নামবো, সরকারকে ভালোবাসি,ভালোবাসবো। এই আন্দোলন সরকারি বিরোধীতার জন্য নয়, এ আন্দোলন অধিকার আদায়ের জন্য। সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী আপনি পারেন এর দ্রুত সমাধান করতে, আমরা সব সন্তানরাই আপনার কাছে ভালোবাসার, স্নেহের সমান”।
এর আগে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এক পোস্টে তিনি বলেছিলেন, ”একজন মায়ের কাছে আমরা সব সন্তানরাই সমান। কোন সন্তান ভুল করলো, কোন সন্তান ঠিক, সেটা পরে বোঝা যাবে কিন্তু সন্তানদের গায়ে হাত তোলা এটা কি আসলেই ঠিক ছিল ??? বাংলার ছায়া সম্মানিতো মাননীয় প্রধান মন্ত্রী আপনি পারবেন দেশের এই সন্তানদের ভেদাভেদ থেকে সমাধান করতে। সন্তানদের দুই ভাগে বিভক্ত হওয়া থেকে বাঁচাতে “বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়” এই “ফল”টাকে প্রাধান্য দেওয়াটাই যুক্তিসঙ্গত বলে আমি দাবিদার”।