কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে রংপরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্র নিহত হয়েছে। ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তার বয়স ২৫ বছর।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। তিনি ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়টির কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।এ ঘটনায় বহু হতাহতও হয়েছেন বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে কোটা আন্দোলনকারীরা রংপুর শহর হয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে অবস্থান নিলে সেখানে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল রাবার বুলেট ছুড়ে। এসময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাঈদ। এসময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা গেছে।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
এদিকে, রংপুর মেডিকেল কলেজ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়, নিহত আবু সাঈদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়।