নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার কমলপুর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নরসিংদী স্টেশন মাস্টার এটিএম মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

স্থানীয়সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চিটাগাং মেইল ট্রেন নয়তো তূর্ণা ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছেন। নিহতদের সবাই পুরুষ। তাদের আনুমানিক বয়স ১৮ থেকে ২৫ বছর।

ফাইল ছবি
ফাইল ছবি

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই পাঁচ ব্যক্তি ট্রেনে কাটা পড়েই মারা গেছেন। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয় পাঁচ যুবকের দ্বিখণ্ডিত মরদহ উদ্ধারের পর মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নরসিংদী রেলওয়ে পুলিশ সদস্যরা।

 

শেয়ার করুন:

Recommended For You