আগামীকাল শিক্ষক নেতাদের সাথে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের

শেখ হাসিনার অর্জন ধ্বংস করতে চায় হামলাকারীরা : ওবায়দুল কাদের

আন্দোলরত শিক্ষক নেতাদের সাথে বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া। বৈঠকে বিদ্যমান সমস্যার সমাধান বের হয়ে আসবে বলে আশা করেন তিনি।

আন্দোলনের ফলে অচল হয়ে পড়েছে ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেন ক্যাম্পাস প্রাঙ্গণে। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে কর্মবিরতি। একই সাথে শিক্ষকদের এই আন্দোলনকে অর্থমন্ত্রী ‘অযৌক্তিক’ হিসেবে আখ্যা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভরতরা। তারা জানান, দাবি আদায় করেই অর্থমন্ত্রীর বক্তব্য অযৌক্তিক প্রমাণ করা হবে। তারা বলেছেন, নিছক পেনশনের জন্য নয়, শিক্ষকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষার আন্দোলন করছেন।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

এদিকে, দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা কর্মচারীরা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। আজও বন্ধ আছে ক্লাশ-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালন করা হচ্ছে অবস্থান কর্মসূচীও। আন্দোলনরত শিক্ষকরা প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক দাবি করছেন। এছাড়া তাদের দাবি সুপারগ্রীডে উন্নীত করাসহ আলাদা বেতন স্কীম ঘোষণারও।

গত ১ জুলাই থেকে আন্দোলন করছেন শিক্ষকরা। ওই দিন প্রশাসনিক ভবনের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়। এছাড়া একাডেমিক কার্যক্রম থেকেও বিরত ছিলেন শিক্ষকরা। ফলে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ প্রশাসনিক সব কার্যক্রম।

শেয়ার করুন:

Recommended For You