মাদারীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত, নিহত পরিবার বর্গের অনুকূলে মুন্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (০২ জুলাই) সকাল ১০ টায় মাদারীপুর জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসন ও বিআরটিএ মাদারীপুর এর আয়োজনে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান- এমপি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান। এসময় ৬ জন নিহত ও একজন আহত এর পরিবারকে মোট ৩১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যাক্তি পাবে ১ লক্ষ টাকা ও নিহত ব্যাক্তির পরিবার পাবে ৫ লক্ষ টাকা। তিনি আরো বলেন দুর্ঘটনা হওয়ার ১ মাসের মধ্যে আবেদন করতে হবে, সড়ক দুর্ঘটনা কমাতে সরকার টিটিসি, যুব উন্নয়ন, জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্রী ড্রাইভিং প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে।
এসময় আরো উপস্থিত ছিলেন বিআরটি এর সহকারি পরিচালক (ইঞ্জি:) মোঃ নুরুল হোসেন. মাদারীপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আসিবুর রহমান খান এ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।