গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। রবিবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের স্টেডিয়াম রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার ওয়ার্ল্ড গ্লোবাল  নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ওই নারী ট্রেন দেখে শহরের গোরস্থান মোড়ের সামনে থেকে দৌঁড়ে স্টেডিয়াম রেলগেটে যান। সেখানেই সান্তাহার থেকে ছেড়ে আসা ‘১৯ আপ ’ নামে বগুড়া কমিউটার ‘লোকাল’ ট্রেনে কাটা পড়েন। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার ওয়ার্ল্ড গ্লোবাল   নিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recommended For You