নেতানিয়াহুকে বেশির ভাগ ইসরায়েলিই ভোট দেবে না

ইসরায়েলের বেশিরভাগ জনগণ আসন্ন নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা তাকে সমর্থনকারী কোনো দলকে ভোট দেবে না। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ শুক্রবার (৭ জুন) একটি জনমত জরিপে এমন ফলাফল দেখা গেছে বলে জানিয়েছে। 

জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ ভোটার ইসরায়েলের নেতা হিসাবে নেতানিয়াহুকে বা তাকে সমর্থন করে এমন কোনো দলের পক্ষে তাদের ভোট দেবেন না। ১৯ শতাংশ ভোটার নেতানিয়াহুর পক্ষে ভোট দিয়েছেন। বাকি ১৯ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন।

জরিপে এ-ও দেখা গেছে, নেতাহিয়াহু ব্লকের ভোটার হিসেবে পরিচিত এমন ৩০ শতাংশ ভোটার বলেছেন, তারা নেতানিয়াহু বা তাকে সমর্থনকারী কোনো দলকে ক্ষমতায় দেখতে চান না।

৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় বন্দি ইসরায়েলিদের মুক্তির জন্য আন্দোলন করে আসছে জিম্মিদের পরিবার ও সাধারণ জনগণ। এছাড়াও বিচার বিভাগের ক্ষমতা সীমিত করার বিতর্কিত আইন পাশের জন্য সমালোচনার মুখোমুখি হন নেতানিয়াহু।

 

খবর : আনাদুলো

শেয়ার করুন:

Recommended For You