সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবীতে মানববন্ধন

২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবীতে মানববন্ধন করেছেন কারিতাস উদ্যম প্রকল্প।

বৃহস্পতিবার (৬ জুন) সকালট সাড়ে ১০টায় সাভার সিটি সেন্টারে সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত ২-৩  বছরে দেশে প্রধান প্রধান খাদ্যপন্যসহ সব ধরনের ভোগ্যপন্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারন মানুষ অনেক কষ্টে আছে।

ভোগ্যপন্যের মূল্য যাতে কমে আসে সেই মাফিক করকাঠামো সাজাতে হবে আগামী বাজেটে। উচ্চমূল্যস্ফিতির কারনে সরকারের সহায়তায় ভোগী গরিব মানুষেরও কষ্টের মাত্রা বেড়েছে। বর্তমানে যেহারে সরকারের কাছ থেকে গরিব লোকেরা ভাতা পাচ্ছেন তা দিয়ে তাদের আর চলছেনা। তাই সামাজিক কর্মসূচির পরিসর বৃদ্ধি করা দরকার নতুন বাজেটে।

সামাজিক সুরক্ষাখাতে বাজেট বরাদ্দ বাড়ানোর জোড় দাবী করেন বক্তারা। মানববন্ধনে স্থানীয় জনগন, বস্তিবাসী, শিক্ষক, স্থানীয় সরকারের প্রতিনীতি, ব্যবসায়ীসহ নানা পেশাজীবির জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, সাবেক সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, সুমন জন রোজারিও, মনির হোসেন প্রমুখ।

শেয়ার করুন:

Recommended For You