আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই-আল আইন হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৫৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। মোহাম্মদ আলমগীর চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের সালামত সুকানির বাড়ির মফিজুল্লাহ কোম্পানির ছেলে। নিহত আলমগীরের চাচাতো ভাই মোহাম্মদ রিয়াদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আলমগীর হাইওয়েতে স্ট্রিট লাইটের রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য কর্মস্থলে শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় পেছনের দিক থেকে একটি দ্রুতগামী ল্যান্ড ক্রুজার গাড়ি তার টয়োটা পিক আপকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

সন্দ্বীপ অ্যাসোসিয়েশন আবুধাবির সাধারণ সম্পাদক ও নিহতের পূর্ব পরিচিত মহিউদ্দিন মিঠু জানান, তিনি (আলমগীর) বিগত ৩০ বছর ধরে আমিরাতে এসেছেন এবং এক বছরেরও কম সময় আগে তার বড় মেয়ের বিয়ের জন্য দেশে গিয়েছিলেন। বর্তমানে তার মরদেহ আল আইনস্থ আল জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে।

শেয়ার করুন:

Recommended For You