ফেসবুকে অপছন্দের কারও পোস্ট দেখতে না চাইলে যা করবেন

ফেসবুকে অপছন্দের কারও পোস্ট দেখতে না চাইলে যা করবেন

অনেক সময় দেখা যায় নিজের অনিচ্ছা সত্ত্বেও ফেসবুকে কিছু মানুষকে বন্ধু তালিকায় রাখতে হয় যাদের নিয়মিত অপ্রাসঙ্গিক ও অবাঞ্ছিত পোস্ট বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সম্পর্ক নষ্টের ভয়ে তাদের চাইলেও বন্ধু তালিকা থেকে বাদ দেওয়া যায় না।

এ ক্ষেত্রে ব্যবহারকারীরা বন্ধুতালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিকে আনফলো করে এ সমস্যার সমাধান করা যেতে পারে। এতে করে সেই ব্যক্তি বন্ধুতালিকায় থাকলেও তাঁর কোনো পোস্ট ফেসবুকে দেখা যাবে না। শুধু তা–ই নয়, আনফলো করার বিষয়টিও জানতে পারবেন না সেই ব্যক্তি।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

চলুন এবার জেনে নেওয়া যাক  কীভাবে করবেন :  

আরও পড়ুন:  গরমে চোখ ভালো রাখবে যেসব ভিটামিন  

এক্ষেত্রে আনফলো দুইভাবে করা যে পারে।

  • প্রথমত, স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে।
  • এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ মেনুতে ট্যাপ করে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে।

  • এবার ‘প্রেফারেন্স’–এর নিচে থাকা ‘নিউজ ফিড’ নির্বাচন করে ‘আনফলো’ অপশনে ক্লিক করলেই নিচে বন্ধুতালিকায় থাকা সবার নাম দেখা যাবে।
  • সেখান থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির নামের পাশে আনফলো বাটন নির্বাচন করতে হবে।
  • এরপর সেই ব্যক্তির প্রোফাইল দেখা যাওয়ার পর নামের পাশে থাকা আনফলো বাটনে ক্লিক করতে হবে।

এ ছাড়াও দ্বিতীয় পদ্ধতিটি হলো নির্দিষ্ট ব্যক্তির ফেসবুক প্রোফাইলে গিয়ে তাকে আনফলো করা। এ জন্য প্রোফাইলে প্রবেশ করে ফ্রেন্ডস বাটনে ট্যাপ করতে হবে। তারপর প্রদর্শিত অপশন থেকে আনফলো বাটন নির্বাচন করতে হবে।

ডব্লিউ জি /এমএলএইচ        

শেয়ার করুন:

Recommended For You