আনসার বাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিবাদকে সামনে রেখে কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুযায়ী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে  জেলা কমান্ডেন্ট মিসেস মোরশেদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও ক্যাম্পেইনের উদ্বোধন করেন  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী।

জানা যায় দিন ব্যাপী ক্যাম্পে চারজন মেডিকেল অফিসার ও সহযোগিবৃন্দ প্রায় পাঁচ শত রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করেন।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল এজুন্ডেন্ড মিয়াজান আলী,শ্যামনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নার্গিস আরা পারভীন সহ বিভিন্ন পর্যায়ের জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন:

Recommended For You