সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী এ ৩ উপজেলায় শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়।
বুধবার (২৯ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ তিনটি উপজেলায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কেন্দ্রগুলোতে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে।
এ উপজেলাসমূহে চেয়ারম্যান প্রার্থী ১৩জন, মহিলা ভাইস চেয়ারম্যান ১০জন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ১২জন । ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ। জেলার এ ৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৪০হাজার ৯০২ জন এবং মোট ভোট কেন্দ্র ছিলো ২৮৯ ছিল।