ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে প্রায় ২৪ ঘন্টারও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় শুরু হয় মোংলা বন্দরের কার্যক্রম।
মঙ্গলবার (২৮মে) সকালে বন্দর চ্যানেলে অবস্থানরত দেশি-বিদেশি ৬ টি জাহাজের মধ্যে পণ্য খালাস করে বাংলাদেশি পতাকাবাহী এম ভি. মার্কেন্টাইল জাহাজ বন্দর ত্যাগ করেছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কতৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান জানান, ইতিমধ্যে পণ্য খালাস করে বাংলাদেশি পতাকাবাহী এম ভি. মার্কেন্টাইল জাহাজ বন্দর ত্যাগ করেছে। আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহা বিপদসংকেত কমিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করার পর বন্দরের কার্যক্রম স্বাভাবিক ভাবে শুরু করা হয় ।