সৌদিতে পাড়ি জমানোর ৩ মাসের মাথায় যুবকের মৃত্যু

দেশের অর্থনৈতিক চাকা সচল করতে ও নিজ  ভাগ্য ফেরাতে গত ৩মাস আগে সৌদি আরব পাড়ি জমান বাবা-মায়ের একমাত্র সন্তান শাহজালাল নাঈম (২২)। শনিবার (২৫ মে) সৌদিআরব সময় সন্ধ্যা ৬টায় জেদ্দায় কর্মস্থল থেকে ফেরার পথে বুকে ব্যথা অনুভব করেন নাঈম। সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে  ঘোষণা করেন।

মৃত শাহজালাল নাঈম নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নলুয়াগ্রামের শাহ আলমের সন্তান ।

তথ্যে জানা যায়, কর্মস্থল থেকে নিজ বাসস্থানে ফেরার পথে হঠাৎ নাঈমের বুকে ব্যথা অনুভব করে। তখন তাকে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরিক্ষায় সে  স্ট্রোক করেছে বলে তাৎক্ষণিক রিপোর্ট ধরা পড়ে এবং কিছুক্ষণের মধ্যে  সে  মারা যায়।

নাঈম মাত্র ১৯ বছর বয়স সৌদিআরব পাড়ি জমান। বিদেশে যেতে বয়সবাড়িয়ে দেওয়া হয়। বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল একমাত্র ছেলেকে নিয়ে,কথা ছিল ছেলে বিদেশ যাবে, টাকাউপার্জন করে বাবা-মা পরিবারকে সুখে রাখবে। সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবে, অভাবগুলো দূর করবে। কিন্তুআজ সে পরপারে পাড়ি জমিয়েছে।

শাহজালাল নাঈমের মৃত্যুতে স্থানীয় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।

শেয়ার করুন:

Recommended For You