শিল্পী সমিতি নিয়ে সচারাচর সকলের মনেই নানান প্রশ্ন জাগে, এমনকি সাধারণ মানুষের পাশাপাশি শিল্পীগণও সমিতি নিয়ে বেশ আলোচনা সমালোচনা করতে দেখা যায়। প্রশ্ন জাগে শিল্পী সমিতির কর্মপরিধি নিয়ে। কী এর কার্যক্রম ? কেন এই সমিতি?
বরাবরের মতো ফের আলোচনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে সিনেমা বিষয়ক কোনো কারণে নয়। বরাবরের মতো গ্রুপিং, চেয়ারের লোভ ও মামলার কারণে আলোচনায় সংঠনটি। এতে চলচ্চিত্রের অনেকেই বিরক্ত। অনন্ত জলিলের স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাও আছেন এ দলে। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নিজের বিরক্তি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে চিত্রনায়িকা বর্ষা লিখেছেন, শিল্পী সমিতি শিল্পীদের জন্য কী কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষের এত ধৈর্য আছে?
বর্ষার সেই স্ট্যাটাসে অনেকেই একই প্রশ্ন করেছেন নায়িকার সঙ্গে। কেউ আবার শিল্পী সমিতির চেয়ারের লোভের কথা উল্লেখ করেছেন। তাদের মতে, চেয়ার ও অর্থের লোভেই নিজেদের মাঝে এমন রেষারেষিতে জড়িয়ে পড়ছেন তারকারা।