সিরিজ বাঁচাতে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়াতে রাতে মাঠে নামছে বাংলাদেশ

গত মঙ্গলবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইতিহাস গড়ে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ শুরুর আগে সিরিজে শঙ্কাই সত্যি হয়েছিল। অপক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে হারের পর লজ্জার মুখে পড়ে নাজমুল হোসেন শান্তরা।

আজ বৃৃহস্পতিবার রাত ৯ টায় সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের হিউস্টনে। এই সিরিজ দিয়েই মূলত বিশ্ব আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ করছে টাইগাররা। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই ক্রিকেটারদের। যে কারণে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিছু বুঝে উঠার আগে হেরে বসে তারা।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন   

ম্যাচ হারের পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। তবে শান্তর এমন মনোভাবের কারণে দেশ থেকে সমালোচনাও হয়েছে।

সাবেক অধিনায়ক দুর্জয় বলেন, জাতীয় দল অজুহাতের জায়গা না। জাতীয় দল পারফর্ম করার জায়গা, সেখানে আমি উইকেটের দোহাই দিই, এসব অজুহাত কিন্তু গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা জাতীয় দলে খেলছি, ওখানে যে পরিস্থিতিই হোক পারফরম করতে হবে।’

এখন দেখার বিষয় উইকেট কিংবা কন্ডিশনের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

শেয়ার করুন:

Recommended For You