টেকনাফ বাহারছড়া ঘাট হতে ১ লাখ ৫০ হাজার ইয়াবা সহ এক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। ওই ব্যক্তির নাম আবুল কালাম (৩৬)।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
শুক্রবার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেস্টগার্ড কোস্টগার্ড জানায়, টেকনাফ থানাধীন বাহারছড়া ঘাট হয়ে কক্সবাজারে মাদকের একটি বড় চালান পাচারের খবর পেয়ে রাত ৩ টার সময় কোস্ট গার্ডের একটি আভিযানিক দল ছদ্মবেশে বাহারছড়া ঘাটের বিভিন্ন স্থানে অবস্থান করে। পরে সকল ১০ টার দিকে সাবরাং ইউনিয়নস্থ বাহারছড়া ঘাটে সমুদ্র হতে আগত একটি ফিশিং বোট হতে সন্দেহজনক ১ জন ব্যক্তিকে সন্দেহপূর্বক সংকেত দিলে পালানের চেষ্টাকাল কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে ওইব্যক্তিকে আটক করে।
আরও পড়ুন নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
পরবর্তীতে আটককৃত ব্যক্তি আবুল কালাম (৩৬) কে তল্লাশি করে তার নিকট থেকে দেড় লাখ ইয়দবা জব্দ করে। জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।