দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত

জামালপুরের ইসলামপুর পৌর সভার মেয়র আব্দুল কাদের সেখ সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। সেচ্ছারিতা, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ ও নানা দুর্নীতির কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

জানা যায়, ইসলামপুর পৌর সভার মেয়র আব্দুল কাদের সেখ নানা বিষয়ে সেচ্ছারিতা,সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ ও নানা দুর্নীতির কারণে ১১ জন কাউন্সিলর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সংশ্লিষ্ট মন্ত্রনালয় অভিযোগ গুলো সরেজমিনে তদন্ত করেন। তদন্তে কাউন্সিলরদের অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ মেয়র আব্দুল কাদের সেখকে সাময়িকভাবে বহিস্কার করেন। ২৯ এপ্রিল সাময়িক বহিস্কারপত্রে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো: আব্দুর রহমান।

এ ব্যাপারে মেয়র আব্দুল কাদের সেখ জানান, মিথ্যা অভিযোগের মাধ্যমে আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আমি উক্ত আদেশের বিরুদ্ধে আইনি লড়াই করে যাবো।

Recommended For You