
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এমদাদুল হক এমদাদ।
রোববার বিকালে বিজ্ঞ হাই কোর্টের নির্দেশনা মোতাবেক জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রির্টানিং অফিসার শীতেষ চন্দ্র সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন। জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ছিলো ২১ এপ্রিল। কিন্তু সার্ভার সমস্যার কারণে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক এমদাদ অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক এমদাদ ২৪ এপ্রিল বিজ্ঞ হাইকোর্টে রিট (রিটপিটিশন নং ৪৬৭২/২০২৪) করেন। ২৫ এপ্রিল বিজ্ঞ বিচাপতি মো: খশরুজ্জামান ও কে এম জাহিদ সরোয়ারের যৌথ বেঞ্চে রিটপিটিশনের শুনানি হয়। শুনানি শেষে বিচাপতিদ্বয় বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক এমদাদের মনোনয়ন গ্রহন করার জন্য জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও রির্টানিং অফিসারকে নির্দেমনা দেন। বিজ্ঞ হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ২৮ এপ্রিল রোববার চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও রির্টানিং অফিসার শীতেষ চন্দ্র সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এমদাদের পক্ষে আইনজীবি ছিলেন মো: তাজুল ইসলাম।
বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক এমদাদ জানান, আমি আদালতের মাধ্যমে নির্বাচন কর্মকর্তাদের কাছে ন্যায় বিচার পেয়েছি। আমি আদালতের প্রতি কৃতজ্ঞ। এ ব্যাপারে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও রির্টানিং অফিসার শীতেষ চন্দ্র সরকার জানান, সর্বোচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের মনোনয়ন জমা নেওয়া হয়েছে। তিনি এখন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী।