সারা বাংলাদেশের ন্যায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য থাকছে না কোন পরিবহন সেবা। এছাড়া পরীক্ষার দিনগুলোতে পরিবহন সেবা থেকে বঞ্চিত হবে শিক্ষার্থীরা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন
জানা যায়, শনিবার সারাদেশে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২২টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের দুপুর ১২টা-১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে ১৫ হাজার ১০২ জন ভর্তি পরীক্ষার্থী। এর মধ্যে ‘ক’ ইউনিটে ৬ হাজার ৪৪২ জন, ‘খ’ ইউনিটে ৭ হাজার ২৪৬ জন ও ‘গ’ ইউনিটে ১ হাজার ৪১৪ জন। এ বছর সারাদেশে ভর্তি পরীক্ষায় অংশ নেবে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন।
বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট কমিউনিটি পেইজ সূত্রে জানা যায়, শনিবার (২৭ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিধায় সংশ্লিষ্ট দিনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার দিনগুলোতে শিক্ষার্থীদের জন্য সকল প্রকার বাস বন্ধ থাকবে। চলমান থাকবে শিক্ষক ও কর্মকর্তাদের সকল বাস।
এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে, সেহেতু ভর্তি পরীক্ষার দিনগুলোতে শিক্ষার্থীদের বাস সেবা বন্ধ থাকবে। তবে যারা রোভার স্কাউটস ও বিএনসিসি সদস্য আছে, তারা ইউনিফর্ম পরে কর্মকর্তাদের বাসে আসতে পারবে।’