বরগুনায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

বরগুনার পাথরঘাটা পৌর শহর এলাকায় একটি বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেন পরিবার। খবর শুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নগদ ৫ হাজার টাকা ও খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন

সোমবার (২২ এপ্রিল) দুপুর ১টার সময় পাথরঘাটা পৌর শহর ৩নং ওয়ার্ডের মৃত করিম হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদারের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পরে পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা সূত্রে জানা যায়, নাতিকে চা বানিয়ে দিতে ইউনুস হাওলাদার ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ইউনুস হাওলাদার আগুনে কিছুটা দগ্ধ হয়। পরে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ছুটে আসে তারা নিয়ন্ত্রণ করতে না পেরে পাথরঘাটা ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে মালামালসহ বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন সুইমিংপুলে গোসলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

এই ঘটনায় ঘরে থাকা স্বর্ণ অলংকার ও নগদ ৫০ হাজার টাকা পুড়ে হয়ে গেছে বলে জানায় ওই ক্ষতিগ্রস্ত পরিবার। পরে খবর শুনে এমপি সুলতানা নাদিরা প্রাথমিকভাবে ৫ হাজার টাকা ও খাদ্য সামগ্রী দিয়ে অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান, এসময় ওই ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর মেয়রও ওখানে ছুটে যান।

পাথরঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন ,অগ্নিকান্ড কথা শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে যাই । আমাদের ফায়ার কর্মীসহ স্থানীয় যুবকদের সহায়তায় ৩০ মিনিট মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

Recommended For You