বইছে তাপপ্রবাহ, আরও বাড়বে গরম

সারাদেশে বইছে তাপপ্রবাহ। গরমে নাকাল জনজীবন। আরও গরম বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনে তাপমাত্রা কমার আভাস নেই। রংপুর বিভাগ ছাড়া তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের সর্বত্র। বিশেষ করে চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এদিকে, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসেও দেশজুড়ে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন

আবহাওয়া অফিসের তথ্য বলছে, বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় কমতে পারে।

আজ ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির আভাসও রয়েছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

শেয়ার করুন:

Recommended For You