দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশের পর টাকা ফেরত দিল উপজেলা কর্মকর্তা

বাগেরহাটে আনসার ও ভিডিপি সদস্যকে পাকা ঘর তৈরী করা নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর মোড়েলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম ঘর বরাদ্দ ফিরোজ সরদারের স্ত্রীর কাছে ২২ হাজার টাকা ফেরত দিয়েছে। এসময় তিনি আরো একহাজার ইট ৫০ ফুট বালু ও সিমেন্ট আনেন কাজ করার জন্য।
ফিরোজ সরদারের স্ত্রী সাহানাজ পারভিন বলেন, আপনারা আসার পর ইউনিয়নের আনসার ভিডিপি কমান্ডার মুজিবর রহমান আমাকে ২২ হাজার টাকা দিয়েছে। আর ঘর তৈরীর জন্য আরো একহাজার ইট, বালু ও সিমেন্ট এনেছে।
এবিষয় আনসার ভিডিপি ইউনিয়ন কমান্ডার মুজিবর রহমান কে বলেন, আনসার ও ভিডিপির মোড়েলগঞ্জ উপজেলা কর্মকর্তা শফিকুল ইসলাম স্যার ২২ হাজার টাকা আমাকে দিয়ে বলেছে ফিরোজের কাছ থেকে ২২ হাজার টাকা ধার নিয়েছিলাম আপনি এই টাকা দিয়ে আসেন। এসময় তিনি বাধাল বাজার থেকে বাথরুমের দরজা, ৫ ব্যাগ সিমেন্ট, বালু, পিরোজপুর ইট ভাটা থেকে এক হাজার ইট আনেন আমাকে সাথে নিয়ে। আমি এবিষয় আর কিছু জানিনা।
এবিষয় মোড়েলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম শনিবার বেলা সাড়ে এগারোটায় মুঠোফোনে বলেন, টাকা ফেরত দেওয়ার বিষয় আমি কিছুই জানিনা, তবে ফিরোজের স্ত্রীর কাছ থেকে ইউনিয়ন কমান্ডার মুজিবর রহমান কিছু টাকা ধার নিয়েছিল সেই টাকা ফেরৎ দিয়েছে বলে শুনেছি। আমার এখানে কাজের কোন সমস্যা নেই। খুব দ্রুত ঘরের কাজ শেষ করবো।
বাগেরহাট জেলা আনসার ও ভিডিপি কমান্ডর মোঃ মাজহারুল আসলাম মুঠোফোনে বলেন, আমি ইতি মধ্যে অনিয়মের বিষয় উদ্ধতন কর্মকর্তাদের জানিয়েছি। আমি নিজেই কাজের তদারকি করছি। তিনি আরো বলেন রোজার পরেই তার বিরুদ্বে ব্যাবস্থা নেয়া হবে। মোড়েলগঞ্জ উপজেলা কর্মকর্তা শফিকুল ইসলাম কে ইতি মধ্যেবদলী করা হয়েছে।
উল্লেখ্য আনসার ও ভিডিপির মহা পরিচালক এর নির্দেশে দেশের ৬৪ টি জেলায় ৩লক্ষ ৭৪ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট পাকা টিনশেড ঘর তৈরৗ করে দেওয়ার নিদের্শনা দেন। বাগেরহাট জেলায় তার ই একটি ঘর পাওয়ার জন্য মোড়েলঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের শ্রীপুর গ্রামের ফিরোজ সরদার নির্বাচিত হয়। এই ঘর নির্মানের দায়িত্ব পান মোড়েলগঞ্জ উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। এই ঘর তৈরীতে ফিরোজের কাছথেকে টাকা  নেওয়া, টাকা আত্মস্বাৎ সহ নান অভিযোগ উঠে।

Recommended For You