সমকামী ডিজাইন প্রত্যাহার না করলে আড়ং, বাটা ও ব্রাক ঘেরাও করা হবে

অবিলম্বে সমকামী ডিজাইন প্রত্যাহার না করলে আড়ং, বাটা ও ব্রাক ঘেরাও করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর।

সোমবার (০১ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম বলেন, অবিলম্বে আড়ং এবং বাটা কর্তৃক সমকামীতার চিণ্হ সম্বলিত ডিজাইনকৃত টি শার্ট, পান্জাবী, জুতাসহ সকল পণ্য বিক্রি, প্রদর্শন বন্ধ করতে হবে। অন্যথায় আড়ং ও বাটা ঘেরাও করতে বাধ্য হবে শান্তিকামী জনতা।

৯২℅ মুসলমানদের বাংলাদেশে ব্যবসা করতে হলে এদেশের মানুষের বোধ বিশ্বাস ও দেশীয় সংস্কৃতিকে ধারণ করে করতে হবে।
নেতৃদ্বয় বলেন, রমজান মাসে ঈদুল ফিতরের কালেকশনে সমকামিতাকে প্রমোট করে যে সমস্ত পোষাক ও পণ্য সামগ্রী আড়ং এবং বাটা বাজারজাত করছে, তা সংবিধানবিরোধী ও সমাজ বিধ্বংসী বিকৃত মানসিকতার শামিল।

শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্র। এহেন কাজকে কোনভাবে মেনে নেয়া যায়না। যারা এ কাজের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। এর ব্যত্যয় ঘটলে সকল দায়ভার আড়ং এবং বাটা কোম্পানিকে নিতে হবে।

Recommended For You