ফেনীতে মাদক সেবনের দায়ে একজনকে কারাদণ্ড

ফেনীতে মাদক সেবনের দায়ে কামরুল ইসলাম একরাম (৪৩) নামের এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

রোববার (৩১ মার্চ) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ফেনী শহরের স্টেশন রোড, বিরিঞ্চি, বারাহিপুর ও লালপোলস্থ বেদেপল্লীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিফাত বিনতে আরা।
দণ্ডপ্রাপ্ত কামরুল ইসলাম সোনাগাজী উপজেলার আবুল হাসেমের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, ফেনী রেলস্টেশন এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ কামরুল ইসলাম একরামকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবু তাহেরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক সেবনের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

Recommended For You