ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের হোয়াটসঅ্যাপে এক নারী চাকরি দিলে ১০ লক্ষ টাকা দেওয়া হবে এরকম একটি মেসেজ পাঠিয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) ১১টায় মেসেজটি আসে উপাচার্যের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে।পরে দুপরে এ বিষয়ে ব্যবস্থা নিতে ইবি থানায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং ১০২১। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন রহমান। জিডিতে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে মাননীয় উপাচার্যের মোবাইল নম্বর ০১৭১২-২৮৪২২৭ অজ্ঞাত মোবাইল নম্বর ০১৮৮৫-৯২৪১৮০ মিথি নামক একটি মেয়ে উপাচার্য মহোদয়কে ১০ লক্ষ টাকার বিনিময়ে একটি চাকরি প্রদানের অনুরোধ জানিয়ে মেসেজ পাঠিয়েছে।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন
উক্ত নাম্বার থেকে মেয়েটি মাননীয় উপাচার্যের সাথে টেলিফোনে কথা বলতে জোরাজোরি করেছে। মাননীয় উপাচার্য কথা বলতে না চাইলে মেসেজ পাঠিয়েছে। উক্ত বিষয় মেয়েটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করলে মাননীয় উপাচার্য মহোদয়ের মানহানি হবে। এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভুক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন। মিথির পক্ষ থেকে উপাচার্যকে পাঠানো মেসেজের স্ক্রিনশটে দেখা যায়, স্যার ১০ লাখ মিষ্টি খেতে নেন। এটা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। আমার সত্যিই ওখানে কেউ নেই, প্লিজ স্যার চাকরিটা খুব দরকার।
এ বিষয়ে অভিযুক্ত মিথি বলেন, এরকম মেসেজ আমি দেইনি। আমার আইডিটা হয়তো হ্যাক হয়েছে। আমি গরিব মানুষ। আমাদের এতো টাকা নেই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এটা কুচক্রী মহলের কাজ। এখানে একটা গ্রুপ আছে। এসব করে আমাদের ট্রাপে ফালাইতে চায়। আপাতত থানায় ডায়েরি করা হয়েছে। বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে।