স্মৃতিসৌধে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশের শ্রদ্ধা

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির ইতিহাসে গৌরবময় একদিন। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত পতাকার ৫৩তম বার্ষিকী। মহান এই দিবস উপলক্ষ্যে গুরুদয়াল সরকারি কলেজ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম-সেবা,পিপিএম (বার) সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে গুরুদয়াল সরকারি কলেজ স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন তারা। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জেলা প্রশাসন ও জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন শেষে জেলা আওয়ামীলীগ,অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শেয়ার করুন:

Recommended For You