আশুলিয়ায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর

সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবকের বাড়িতে হামলা করে ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (২০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর।এর আগে গভীর রাতে উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় সন্ত্রাসীদের ভয়ে ভুক্তভোগী যুবক ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী চরম আতঙ্কে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে কাঠগড়া এলাকার সন্ত্রাসী নজর মন্ডলের সাথে ইমরান নামের নিরিহ এক যুবকের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রাতে নজর মন্ডল ও তার দলবল লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে ইমরানের বাড়িতে হামলা চালিয়ে গ্যারেজসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। এসময় ভুক্তভোগীরা ভাঙচুরে বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরকে হত্যা করে লাশ গুম করার হুমকি ধামকি দিয়ে চলে যায়।এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ তদন্ত করে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন:

Recommended For You