মিথ্যা মামলা প্রত্যাহার ও মন্দিরে চলাচলের রাস্তা খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন

কক্সবাজারের কুতুবদিয়ায় কৈয়ারবিল মহাজন পাড়ার হিন্দু সমাজের হরি মন্দিরের চলাচলের রাস্তা বন্ধ করে উল্টো এলাকার নিরীহ মানুষকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে কুতুবদিয়া ইউএনও অফিসের সাবেক কর্মচারী চিস্তা হরণ নাথের বিরুদ্ধে। বুধবার (২০ মার্চ) উপজেলা গেইটে কুতুবদিয়া আদালতে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকার মানুষ। 
মানববন্ধনে বক্তারা বলেন, চিন্তা হরণ দীর্ঘ একমাস কৈয়ারবিল মহাজন পাড়া হরি মন্দিরের চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছেন। এতে এলাকার হিন্দু সমাজের কেউ উপাসনা করতে পারছেন। বিষয়টি নিয়ে এলাকার মানুষ স্থানীয় ইউপির চেয়ারম্যানকে বিচার দেন। কিছুদিন আগে চেয়ারম্যান ও গ্রাম পুলিশের উপস্থিতিতে মন্দিরের চলাচলের রাস্তা খোলে দেন। এসময় চিন্তা হরণের স্ত্রী  নিজের মাথায় নিজে ইটের আঘাত করে হাসপাতালে ভর্তি হন। পরে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে হীন স্বার্থ  চরিতার্থ করার জন্য চিন্তা হরণ এলাকার নিরীহ মানুষকে আসামি করেন আদালতে মামলা দায়ের করেন। আমরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে কৈয়ারবিল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু জহুর লাল দাশ, ডা. সাধন নাথ,সনজিত নাথ, রাজ কুমার নাথ বক্তব্য রাখেন। মানববন্ধনর কৈয়ারবিল মহাজন পাড়ার বাসিন্দারা অংশ নেন।
শেয়ার করুন:

Recommended For You