বীর মুক্তিযোদ্ধা ছাবিউল হক’র সন্তান প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোঃ মনির হোসেন রানাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। (২০ মার্চ) সকাল ১১টায় সংযুক্ত আরব আমিরাত এর বিশিষ্ট ব্যবসায়ী, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আই.এইচ.আর.সি’র জাতীয় সদস্য, বীর মুক্তিযোদ্ধার সুযোগ্য সন্তান, মোহাম্মদ মনির উদ্দীন রানা’র সংবর্ধনা সভা সম্পন্ন হয়।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, চট্টগ্রাম উত্তর জেলার সংগঠক পাশা আবু সুফিয়ান তালুকদার এর সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মোঃ আওরঙ্গজেব খান সম্রাট এর সঞ্চালনায় চট্টগ্রাম সদর দপ্তর অফিসের হলরুমে বেলা ১১ টায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব এস এম কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর এর সমন্বয়কারী নুরুল আবছার তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান বিন ইউসুফ দিপু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিদারুল করিম মাষ্টার, সাজেদা সাথী, মোঃ ইকবাল হোসেন, তারেক হোসেন, সাজেদা আকতার সাথী, নাজমা আকতার, আনিকা ইসলাম মনি, মনি আকতার, শারমিন আকতার, নার্গিস সুলতানা, জোহরা খাতুন, মেহজাবীন সুলতানা, মো: হেলাল প্রমুখ। সংবর্ধিত রেমিটেন্স যোদ্ধা তার বক্তব্য বলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এর কার্যক্রমে নিজেকে সংযুক্ত রেখে দেশ বিদেশে কাজ করে যাবেন। অনুষ্ঠানে এম এ হাশেম রাজু প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান রেমিটেন্সযোদ্ধা মো: মনির হোসেন রানাদের কারণে আজ পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।বীর রেমিটেন্সযোদ্ধারা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।ব্যাংকিং চ্যানেলে বৈধ পন্থায় দেশে টাকা পাঠিয়ে অর্থনীতির চাকা সচল রাখে।
বর্তমানে দেশের মানুষ অনেক কষ্টে আছে। তিনবেলার জায়গায় একবেলা খাওয়া-দাওয়া করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা চলতে থাকলে অচিরেই দেশের নিন্ম মধ্যবিত্ত পরিবারগুলো মানবিক বিপর্যয়ের সম্মুখীন হবে। এমতাবস্থায় মজুতদারি সিন্ডিকেটের কালোবাজারি ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।