হবিগঞ্জে ১০ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ব্যবসায়ীর।

শুক্রবার দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। তবে পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।

স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের সময় হঠাৎ করে মিরপুর বাজারের তেমুনিয়া এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুণের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। পরে যা মুহুর্তের মধ্যেই চার দিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুণ নিয়ন্ত্রনের চেষ্টা করলেও আগুন দ্রুত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে।

পরে খবর দেয়া হয় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের। তারা ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ব্যবসায়ীদের ধারণা বৈদ্যুতিক সটশার্কিট থেকে আগুণের সূত্রপাত হতে পারে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সটশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, আগুনে ছোট বড় অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের সাথে কথা বলার পর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।

 

শেয়ার করুন:

Recommended For You