যুবদল নেতাদের আগাম জামিন মঞ্জুর হাইকোর্টের

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক মোঃ আজগরসহ ২৫ যুবদল নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর পল্টন, ‌চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানায় পুলিশের দায়ের করা পৃথক ৩টি মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তা‌হের আগাম জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, দক্ষিণ জেলা যুবদল সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক মো. আজগরসহ যুবদলের ২৫ নেতাকর্মী।
বুধবার (১৩ মার্চ, ২৪ইং) হাইকোর্টের বিচারপ‌তি মো. নজরুল ইসলাম তালুকদার ও কাজী এবাদত হোসেনের আদল‌তে আগাম জা‌মিন আবেদন কর‌লে আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আগাম জামিন প্রাপ্ত অন্যান্য নেতাকর্মীরা হলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি শাহেদ আকবর, যুগ্ম সম্পাদক জিয়াউল হুদা, যোগাযোগ সম্পাদক গাজী ফারুক, আকবর শাহ থানা যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন টুনু, সদস্য সচিব ইলিয়াস খাঁন, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক এইচএম অভি, স্বেচ্ছাসেবক দল নেতা মো. হানিফ, মো. আরজু, তাজুল ইসলাম সুমন, মো. নুরু, মো. দিদারসহ প্রমুখ।
আসামী প‌ক্ষে মামলার শুনানী ক‌রেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সোহারাব হোসেন পলাশ।

Recommended For You