মার্কিন সংসদের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদে টিকটক বিল পাস হয়েছে। টিকটক বিলের প্রকৃত নাম হলো -বিদেশি প্রতিপক্ষ নিয়ন্ত্রিত অ্যাপ্লিকেশন আইন থেকে আমেরিকানদের রক্ষা করা বিল।
বিল পাসের ফলে এখন চীনা টেক জায়ান্ট বাইটড্যান্স তার অংশীদারিত্ব বিক্রি না করলে সমস্ত মার্কিন অ্যাপ স্টোর থেকে টিকটককে সরিয়ে দেওয়া যাবে। বিবিসির খবরে বলা হয়েছে, এটি এখন সিনেটে যাবে। সেখানে সদস্যরা কিভাবে ভোট দেবেন তা এখনও পরিষ্কার নয়। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সিনেটে বিলটি পাস হলে তিনি এতে স্বাক্ষর করবেন।
উল্লেখ্য, ২০২০ সালের আগস্টে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইটড্যান্সকে ৯০ দিনের মধ্যে ফার্মটি বিক্রি করে দিতে অথবা নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার একটি আদেশে (ডিক্রি) স্বাক্ষর করেছিলেন।