শিবপুর উপজেলা স্কাউটস এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

অনুষ্ঠিত হল শিবপুর উপজেলা স্কাউটস এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা। সোমবার (১১ মার্চ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিচিতি সভা শেষে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী  অফিসার ও উপজেলা স্কাউটস কমিটির সভাপতি শাহ্ মো: সজীব। বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,ও কমিটির সহযোজিত সদস্য আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কমিটির সহসভাপতি মো: আলতাফ হোসেন, শিবপুর উপজেলা শিক্ষা অফিসার ও কমিটির সহসভাপতি নূর মোহাম্মদ রুহুল ছগীর,প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, নবনির্বাচিত কমিটির কমিশনার ও প্রধান শিক্ষক মনিরুজ্জামান মাসুদ, সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক খন্দকার আরিফুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, স্কাউট বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। স্কাউট আন্দোলনকে ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠানও বলা হয়। বিশ্ব এর ন্যায় বাংলাদেশে ও স্কাউট বিভিন্ন সামাজিক, সেবা মূলক, উন্নয়ন মূলক কাজ করে আসছে। শিবপুর স্কাউটের সদস্যদের আহবান জানায় সেবার মহান ব্রত নিয়ে মানুষের কল্যানে কাজ করে যেতে।

Recommended For You