“দূর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালিত হয়েছে।
রবিবার(১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদের সামন থেকে একটি র্যালি ওঅগ্নিকান্ড বিষয়ক মহড়া বের করা হয়। র্যালিটি উপজেলার দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. নাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।