ফেনী সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ও বগাদানা ইউনিয়নে যাকাতের মাধ্যমে ১শ পরিবার দারিদ্রমুক্ত হয়েছে। মজলিশপুর সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের জীবিকা প্রকল্পের আওতায় দারিদ্র্যমুক্ত এসব পরিবারের ঘুরে দাঁড়ানোর গল্প শোনার আয়োজন করা হয়।
শুক্রবার বিকালে মজলিশপুর ঈদগাঁহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন সিআইপি।সরকারের সাবেক সচিব ও সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মাহবুবুল হক মিল্লাতের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনজুরুল ইসলাম সুমননের ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন চর মজলিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হোসেন, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী কেফায়েত উল্যাহ কিসমত, ফাউন্ডেশনের সহ-সভাপতি নাজমুল করিম দুলাল, নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. এএসএম ওয়ালী উল্যাহ সোহেল, ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আবদুল ওহাব, ফাউন্ডেশনের মাদরাসা প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম মোরশেদ।
ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সাংবাদিক জিয়াউল হক মিজানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জীবিকা প্রকল্পের পরিচালক ফজলুল হক বাবলু। এছাড়া আরো বক্তব্য রাখেন সুফলভোগী নুর করিম ও মোমেনা বেগম। ২০১৭ সালে মজলিশপুর-বগাদানা ইউনিয়নে জীবিকা প্রকল্পের আওতায় কার্যক্রম শুরু করে সমাজ উন্নয়ন ফাউন্ডেশন। ৫৯২ টি হতদরিদ্র পরিবারকে সুদমুক্ত ঋন প্রদান করা হয়। তাদের ১৭ দলে ভাগ করে ৫ বছর ব্যাপী পরিকল্লনা নেয়া হয়। এর মধ্যে প্রথমত সুদমুক্ত, দ্বিতীয়ত আয়বর্ধক কর্মসূচী ও তৃতীয়ত উদ্যোক্তা গড়ে তোলা।
আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন সিআইপি তার বক্তব্যে যাকাত ফান্ডে ১০ লাখ টাকা প্রদান ও তালিমুল কোরআন হিফজ মাদরাসার দ্বিতীয় তলা উধ্বমুখী সম্প্রসারনের ঘোষণা দেন। এর আগে তালিমুল কোরআন হিফজ মাদরাসা ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দুইজন হাফেজকে পাগড়ী পরিধান ও সংবর্ধনা দেয়া হয়।