লক্ষ্মীপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

নানা আয়োজনের মধ্যদিয়ে লক্ষ্মীপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে লক্ষ্মীপুর জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা  আওয়ামীলীগ সভাপতি সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু এবং সাধারন সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। 
এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিয়াংকা দত্ত, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, বিভিন্ন প্রতিযোগিতাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Recommended For You