আট উইকেটে বড় জয়, সিরিজে সমতা ফেরাল টাইগাররা

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারলেও বাংলাদেশ লড়াই করে গিয়েছে শেষ পর্যন্ত। শ্রীলঙ্কার বিপক্ষে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগের ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। বুধবার (০৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে শ্রীলঙ্কা। পরে ওই রান তাড়া করতে নেমে ৮ উইকেটে বড় জয় নিয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা।

শ্রীলঙ্কানদের বিপক্ষে আক্রমণাত্মক বোলিং দিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু করে বাংলাদেশ। শরিফুল ইসলামের করা প্রথম ওভারে সেভাবে সুবিধা করতে পারেননি আভিষ্কা ফার্নান্দো। শুরুতেই মেডেন ওভারের পর ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদও ছিলেন কিছুটা আগ্রাসী। তার কিছুটা লাফিয়ে কোমর সমান ওঠা বলে খেলতে গিয়েই উইকেট দিয়ে ফিরলেন আভিষ্কা। দলীয় ১ রানেই লঙ্কানরা প্রথম উইকেট হারায়।

প্রথম ম্যাচের মতোই টস জিতে ফিল্ডিং নিয়ে পাওয়ার প্লের শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ। বাংলাদেশের বড় জয়ের পথটা তৈরি হয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে। আগের ম্যাচে দুইশ ছাড়ানো শ্রীলঙ্কাকে আজ তারা ১৬৫ রানেই অল আউট করে দেয়। রান তাড়ায় নেমে শুরুটা দুর্দান্ত খেলে বাংলাদেশ। এদিকে শেষ দুই ওভারে জয় পেতে বাংলাদেশের যখন আর ২ রান দরকার, তখন ফিফটি থেকে ৩ রান দূরত্বে ছিলেন শান্ত। দাসুন শানাকে স্কয়ার লেগে ছয় হাঁকিয়ে তিনি নিজের ফিফটি ও বড় জয় দুটিই নিশ্চিত করেন।

অনায়াসেই বাংলাদেশ আজকে জয় ছিনিয়ে আনে। ৫৫ বলে ৮৭ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। ছক্কায় জয়ের রান করে হাফ সেঞ্চুরিও পূর্ণ করেন শান্ত। ৩৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি, ২৫ বলে ৩২ রান করেন হৃদয়।

Recommended For You