নলকুপ স্থাপন কালে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের

নরসিংদীর মনোহরদী উপজেলায় গভীর নলকুপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে দুই ভাই। তারা দুজনে শ্রমিক হিসেবে কাজ করছিল।

বুধবার (৬ মার্চ) উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুজন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকুপ স্থাপন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করত। তারা হলেন রুবেল মিয়া (৩০) রাকিবুল হাসান (১৭)। নিহতরা পটূয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাছুয়ারকান্দা গ্রামে অহিদ মিয়ার বাড়িতে গভীর নলকুপ স্থাপনের জন্য সকাল থেকে রুবেল ও রকিবুল সহ দশ বারো জনের একটি শ্রমিক দল কাজ করছিল। কাজের এক পর্যায়ে আচমকা অসাবধনতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবুল কাসেম ভূইয়া বলেন, নলকুপ স্থাপনের সময় কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দুজন নিহত হয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রাক্রিয়াধীন আছে।

শেয়ার করুন:

Recommended For You