মাদকসহ হাতে-নাতে ধরা পড়া ফেনীর দুই মাদকাসক্তকে মঙ্গলবার বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা ও ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হকের নেতৃত্বে গঠিত ট্রাস্কফোর্স আলাইয়ারপুর গ্রামে খেজুর গাছতলা নামক স্থানে অভিযান চালান।
এ সময় গ্রামের আবু তাহেরের ছেলে আবুল বশর রাজীব (৩৩) কে ১শ গ্রাম গাঁজা সহ আটক করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট নিবেদিতা চাকমা আটককৃত রাজীবকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এর আগে সোমবার বিকেলে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবু তাহেরের নেতৃত্বে মাদক বিরোধী ট্রাস্কফোর্স উপজেলার ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় শিকারী বাড়ীর আমির হোসেনের ছেলে নজরুল ইসলাম বশীর (৩৩) কে ছোলাই মদ সহ আটক করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট সাইফুল ইসলাম কমল মাদকাসক্ত বশীরকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক অভিযান ও কারাদণ্ডের তথ্য নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।