আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল। ইতোমধ্যে তারকারা নির্বাচনের প্রস্তুতিও প্রায় সেরে ফেলেছেন। আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে, এ উপলক্ষ্যে মনোনয়ন বিক্রি শুরু হবে ৩০ মার্চ, যা চলবে ৩১ মার্চ বিকেল চারটা পর্যন্ত। মনোনয়ন দাখিল করা যাবে ২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন সংক্রান্ত এ তথ্যসমূহ জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য সামছুল আলম।
তিনি জানান, গত ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানেই চূড়ান্ত হয়েছে ২০২৪-২৬ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন। যাদও এ নির্বাচনে কারা অংশ নিচ্ছেন এখনো জানা যায়নি। আগে থেকেই অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল চমক রেখে প্যানেল প্রস্তুত করে রেখেছেন বলে জানিয়েছেন।
জানা গেছে, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ মার্চ। এর আগে ২০ মার্চের মধ্যে সদস্যদের চাঁদা পরিশোধ করতে হবে। তবে চেক বা অনলাইনে চাঁদা পরিশোধের ক্ষেত্রে ১৮ মার্চ বিকেল ৩টার মধ্যে নগদায়ন করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৮ মার্চ বিকেল পাঁচটায়। নির্বাচনে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ হবে ৩ এপ্রিল (প্রতিদ্বন্দ্বি ও প্রতিনিধির উপস্থিতিতে)। আপত্তি ও নিষ্পত্তি করা হবে ৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে ০৭ এপ্রিল। এর আগে ০৭ এপ্রিল দুপুর ২টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ ২৭ এপ্রিল। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এর আগে ২০২২ সালের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। সেখানে দুইবারের সভাপতি মিশা সওদাগরকে হারিয়ে নতুন সভাপতি হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি এখনো দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, ভোটে জিতে সাধারণ সম্পাদক পদে হ্যাটট্রিক করলেও নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থিতা বাতিল হয় চিত্রনায়ক জায়েদ খানের, ফলে নানা নাটকীয়তার পর উচ্চ আদালতের রায়ে সাধারণ সম্পাদকের চেয়ার দখলে নেন নিপুণ আক্তার।