দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ডাক্তারের লাইসেন্স স্থগিত

দক্ষিণ কোরিয়ার সরকার প্রায় ৭ হাজার প্রশিক্ষণার্থী ডাক্তারের মেডিকেল লাইসেন্স স্থগিত করার পদক্ষেপ নিচ্ছে। 

আজ সোমবার (৪ মার্চ) সহ-স্বাস্থ্যমন্ত্রী পার্ক মিন-সু এই ঘোষণা দেন। সরকারের মেডিকেল স্কুলে ভর্তি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘ওয়াকআউট’ করেছিলেন ওই ডাক্তাররা। সরকার ‘ওয়াকআউট’ শেষ করার আল্টিমেটাম দিয়েছিল তাদের। কিন্তু তা উপেক্ষা করায় এই পদক্ষেপের ঘোষণা দেয় সরকার। ফেব্রুয়ারির শেষ নাগাদ কাজে না ফিরলে মেডিকেল লাইসেন্স স্থগিত এবং জেল-জরিমানাসহ প্রশাসনিক ও আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারে বলে বিক্ষোভকারী চিকিৎসকদের সতর্ক করেছিল প্রশাসন।

স্বাস্থ্যমন্ত্রী চো কিও-হং এক টেলিভিশন ব্রিফিংয়ে জানিয়েছেন, ‘প্রশিক্ষণার্থী ডাক্তাররা কাজে ফিরেছেন কিনা- তা নিশ্চিত করার জন্য আমরা মাঠে নামব। যারা ফিরে আসেননি, তাদের ব্যক্তিগত কর্মজীবনে ভবিষ্যতে গুরুতর সমস্যা হতে পারে।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি থেকে প্রায় ৯ হাজার আবাসিক এবং ইন্টার্ন ডাক্তার- যা দেশের মোট ডাক্তারের প্রায় ৭০ শতাংশ, কর্মবিরতিতে চলে যান। এতে বেশকিছু জরুরি চিকিৎসা ও অস্ত্রোপচার ব্যহত হয়।

সুত্র : রয়টার্স  

শেয়ার করুন:

Recommended For You