চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। এর আগে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে এসে কেন্দ্রে অবস্থান নেন ভর্তিচ্ছুরা। তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। 

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো- বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সাইন্স অ্যান্ড ফিশারিজ। এই চার অনুষদে মোট আসন রয়েছে এক হাজার ২১৫টি। আবেদন করেন ৯৯ হাজার ৫২১ জন শিক্ষার্থী। এবার চবি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজার ৯০৮ জন। ক্যাম্পাসের বাইরে অন্যান্য কেন্দ্রে অংশ নেন ১৩ হাজার জন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) ঢাকার অন্যান্য কেন্দ্রে পরীক্ষায় দেন ৪৪ হাজার ৭৯৯ জন ভর্তিচ্ছু। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন ১৭ হাজার ৭৯২ জন। এই বছর ‘এ’ ইউনিটে আসনপ্রতি লড়ছেন ৮১ জন। এবারের ভর্তি পরীক্ষায় চবির চারটি ইউনিট ও দু’টি উপ-ইউনিটের মোট চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী। সে হিসেবে এবার আসনপ্রতি লড়ছেন ৪৯ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, আগামী ৮ মার্চ ‘বি’ ইউনিট, ৯ মার্চ ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ। আর ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ। ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন:

Recommended For You