
কিশোরগঞ্জের হোসেনপুরে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মধ্য গোবিন্দপুর এলাকার আনিছ মিয়ার নির্মাণাধীন ঘর থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মধ্য গোবিন্দপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. দ্বীন ইসলাম (৩২), মো. ফজলুল হকের ছেলে মো. আনিছ মিয়া (৪৫), মো. আবু বক্করের ছেলে মো. আকরাম হোসেন(২৭), মো. বদরুল হকের ছেলে মো. রাজিব (২৮) এবং মো. আব্দুর রহিমের ছেলে মো. মাজাহারুল (৩৫)।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।