বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য না

উৎপাদন ব্যয় বৃদ্ধির কথা বলে বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। এর দায় সাধারণ জনগণ নেবে না। খোঁড়া যুক্তি দেখিয়ে বারবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। আর এখন আইএমএফের শর্ত পূরণ করতে ভর্তুকি প্রত্যাহারের নামে জনগণের কাঁধে এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা পশ্চিম শাখার ৫১ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন, দাম না বাড়িয়ে বরং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানো সম্ভব। সরকার সেদিকে এগোচ্ছে না। প্রচার সম্পাদক বলেন, নিত্যপণ্যের উর্ধ্বগতির কারণে জনজীভন দুবির্ষহ। এর মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জনজীবনকে বিষিয়ে তুলবে। বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

শাখা সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আবু ইউসুফের পরিচালনায় দাওয়াতি সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, শ্রমিকনেতা হাফেজ মাওলানা মোঃ ওবায়দুল্লাহ বরকত, আলহাজ্ব সৈয়দ সিদ্দিকুর রহমান, মাওলানা মোঃ ওবায়দুল্লাহ, মুফতী শরিফুল ইসলাম। এর আগে ডেমরার বক্সনগর গুলশান আরা কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা (দক্ষিণ) থানার ৬৭ নং ওয়ার্ড শাখা আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। সহ-সভাপতি মো. মোস্তাক শিকদারের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাজী মো. সিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুফতী আবদুল আহাদ, থানা সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদ আনসারী। বক্তব্য রাখেন মুফতী মাসুম বিল্লাহ, কাজী শহিদুল ইসলাম, মো. নুরুল আমীন প্রমুখ।

 

Recommended For You